জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশি নিজের মতো করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবস্থান পাল্টায়। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়েও রয়েছে বৃহস্পতির উদয়। যার প্রভাব সমস্ত রাশিতে পড়তে শুরু করছে। বৃহস্পতির উদয়ে কারা কারা লাকি হবেন, দেখা যাক।
মিথুন
এই সময় আত্মবিশ্বাস বাড়তে পারে। চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই শুভ। অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালোর দিকে থাকবে। কেরিয়ারে উন্নতি হবে। নতুন বছরে হবে শুভযোগ। বিবাহিতদের জীবনে আসবে আনন্দ। উন্নতির রাস্তা প্রশস্ত হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। অংশীদারির কাজে পাবেন লাভ।
সিংহ
আপনার আয়ে হু হু করে বৃদ্ধি দেখা যাবে। গুরুর কৃপায় আপনার আয়ের স্থান ভালো জায়গায় থাকবে। আয়ে এই সময় হু হু করে বৃ্দ্ধি দেখা যাবে। নতুন নতুন জায়গা থেকে হবে লাভের যোগ। আপনার চাকরিতে আপনি খুবই খুশি হতে পারেন। বিনিয়োগ থেকে লাভ হবে।
তুলা
গুরু বৃহস্পতির উদিত হওয়া, আপনার জন্য খুবই লাকি। সব দিক থেকে সৌভাগ্যের সাহায্য পাবেন। আটকে থাকা টাকা হাতে পাবেন। ভাগ্যের সঙ্গত সব দিক থেকে পাবেন। পেশাগত জীবনে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন। দেশ বিদেশে যাত্রা করতে পারবেন। কোনও আর্থিক ও মাঙ্গলিক কাজের দিক থেকে পাবেন লাভ। প্রতিযোগিতা মূলক পরীক্ষায় বিপুল সাফল্য পেতে পারেন।
গুরুর উদয় কবে?
২০২৫ সালে মিথুন রাশিতে উদিত হবেন গুরু বৃহস্পতি। যার ফলে আপনার ভাগ্যে তুমুল উন্নতির রেখা দেখা যাবে। পদ প্রতিষ্ঠা হবে। তবে এই গুরুর উদয়ে এখন অনেক দেরি রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে গুরুর উদয় রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )