ভাই-বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার উৎসব রাখী পূর্ণিমায় আর মাত্র কয়েকদিন বাকি। ২২ অগস্ট রবিবার রাখী পূর্ণিমা। তবে এ বারের রাখী পূর্ণিমা অন্য সমস্ত বারের চেয়ে বিশেষ। ৪৭৪ বছর পর রাখী পূর্ণিমার দিনে মহাসংযোগ সৃষ্টি হচ্ছে। এ বার ধনিষ্ঠা নক্ষত্রে রাখী পূর্ণিমাজ্যোতিষীদের মতে সাধারণত শ্রবণ নক্ষত্রে রাখী পূর্ণিমা পালিত হয়। তবে এবার পূর্ণিমার দিনে ধনিষ্ঠা নক্ষত্রে রাখী বন্ধন উৎসব হবে। জ্যোতিষীদের মতে এ বার রাখী পূর্ণিমায় ভদ্রাও থাকবে না। এর ফলে পুরো দিন ভাইদের রাখী বাঁধতে পারবেন। এ সময় কুম্ভ রাশিতে বৃহস্পতির বক্রি গতি থাকবে এবং চন্দ্রও সেখানে উপস্থিত থাকবে।রাখী বন্ধনের শুভক্ষণ- সকাল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধে ৬টা ০৩ মিনিট পর্যন্ত।শোভন যোগ- সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে।রাখী বন্ধনের অপরাহ্নের সময়- ১টা ৪৪ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর্যন্ত।ধনিষ্ঠা নক্ষত্র- সন্ধে ৭টা ৪০ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে। প্রচলিত ধারণা অনুযায়ী ধনিষ্ঠা নক্ষত্রে জন্মানো ভাই-বোনের সম্পর্ক খুব বিশেষ হয়।৪৭৪ বছর পর সৃষ্টি হচ্ছে এমন যোগজ্যোতিষ অনুযায়ী এ বছর রাখী পূর্ণিমার দিনে সিংহ রাশিতে এক সঙ্গে সূর্য, মঙ্গল ও বুধ বিরাজ করছে। সিংহ রাশির অধিপতি সূর্য, মিত্র মঙ্গলও সেখানে উপস্থিত। তবে শুক্র কন্যা রাশিতে থাকবে। গ্রহের এমন যোগ শুভ ফলদায়ী। রক্ষা বন্ধনে গ্রহের এমন দুর্লভ সংযোগ ৪৭৪ বছর সৃষ্টি হচ্ছে। এর আগে ১১ অগস্ট ১৫৪৭ সালে গ্রহের এমন পরিস্থিতি ছিল।চলতি বছর শুক্র বুধের রাশি কন্যায় থাকবে। রাখী পূর্ণিমার দিনে এমন সংযোগ ভাই-বোনের জন্য অত্যন্ত লাভজনক।কেনাকাটার জন্য রাজযোগও অত্যন্ত শুভ মনে করা হয়।ভাগ্যবান করে এই যোগবৃহস্পতি ও চন্দ্রের যুতির ফলে রাখী পূর্ণিমায় গজকেসরী যোগ সৃষ্টি হচ্ছে। যখন চন্দ্র ও বৃহস্পতি কেন্দ্রে একে অপরের দিকে দৃষ্টি করে অবস্থান করলে এই যোগ সৃষ্টি হয়। এই যোগ সকলকে সৌভাগ্যবান করে তোলে। এতে জাতকের ধন, সম্পত্তি, বাড়ি, গাড়ির মতো সুখ লাভ হয়। গজকেসরী যোগ সৃষ্টি হলে রাজকীয় সুখ ও সমাজে মান-সম্মান লাভ করা যায়।