বাংলা নিউজ > ভাগ্যলিপি > Annapurna Puja 2022: অন্নপূর্ণা পুজোর দিন এই কাজগুলি করুন, অর্থকষ্ট অনেকটাই দূর হবে
আগামিকাল, ৯ এপ্রিল ২০২২, অর্থাৎ শনিবার অন্নপূর্ণা পুজো। অনেকেই বিশ্বাস করেন, অন্নপূর্ণা পুজো করলে জীবনে কখনও অন্নবস্ত্রের অভাব হয় না। কিন্তু পাশাপাশি এমন বিশ্বাসও আছে, কিছু কিছু নিয়ম মেনে এই পুজো করলে দেবী বেশি সন্তুষ্ট হন। তাতে দারিদ্র্য, অর্থকষ্ট কেটে যেতে পারে।
কোন কোন নিয়ম মেনে অন্নপূর্ণা পুজো করবেন:
- সাদা রঙের বস্ত্র পরে এই পুজো করার চেষ্টা করুন। তাতে দেবী বেশি সন্তুষ্ট হন।
- সন্ধ্যাবেলা অন্নপূর্ণা পুজোর রীতি। নির্ঘণ্ট মেনে পুজো করুন।
- এই দিন পুজোর সময়ে একটি জবা ফুলের মধ্যে লাল চন্দন লাগিয়ে এবং তার মধ্যে একটি গোটা এলাচ রেখে দুর্গা বা দেবী অন্নপূর্ণার কোনও মন্দিরে দান করে দিতে হবে। এটিও অতি প্রচলিত একটি নিয়ম। এতে দেবীর কৃপালাভ হয়।
- এই দিন একটি পিতলের পাত্র কিনে তাতে কিছু আতপ চাল দিয়ে মন্দিরের বাইরে বসে থাকা কোনও ভিক্ষুককে দান করে দিন। মহাদেব এই পুজোর দিন ভিক্ষুক রূপে আবির্ভূত হয়েছিলেন। এই ক্রিয়া মহাদেবের আশীর্বাদও পাবেন।
- এই দিন ঘরের ভিতর লবঙ্গ পুড়িয়ে সেই পোড়া লবঙ্গের ছাই একটি টাকার উপর লাগিয়ে দুর্গা মন্দিরে অর্পণ করুন।
- এই দিন চেষ্টা করুন কোনও পুরোহিতকে আপনার সামর্থ্য অনুযায়ী একটি সিধে দান করার।
এই ক্রিয়াগুলি করলে যেমন অর্থের অভাব পূরণ হবে, তার সঙ্গে পূরণ হবে মনের সকল প্রকার কামনা।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর