বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে জন্মাষ্টমী পালিত হতে চলেছে ১৬ অগস্ট। আর জন্মাষ্টমীর পর ধন আর সম্পত্তির দাতা শুক্র তাঁর চালে বদল আনবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। শুক্র জন্মাষ্টমীর পর ২১ অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ৩ রাশির জাতক জাতিকারা এর থেকে লাভ পাবেন। দেখা যাক, এরফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
তুলা
আপনাদের জন্য শুক্রের গোচর বেশ লাভদায়ক। শুক্র আপনার রাশির কেরিয়ার আর ব্যবসার দিক থেকে লাভ দেবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে বিপুল লাভ হবে। চাকরিরতদের পদোন্নতি হবে। কর্মস্থলে সিনিয়র আর জুনিয়ারদের সঙ্গত পাবেন। বিভিন্ন দিক থেকে সাফল্য আসবে। চাকরিরতদের নিজের প্রতিভা দেখানোর প্রবল সুযোগ মিলবে। নিজের কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। বাবার সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে।
( Mangal Rashifal: শুক্রের তুলা রাশিতে এন্ট্রি নিতে চলেছেন মঙ্গল! টাকাকড়িতে পকেট ফুলবে কাদের?)
( ‘আমি ওয়ার্নিং দিচ্ছি, যাঁরা..’, '২৬-র আগে অভিষেকের 'পেপ টক', কী বললেন নেতাদের?)