বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুকে পাপী গ্রহ ও মায়াবী গ্রহ মনে করা হয়। জ্যোতিষমতে এর মাহাত্ম্য ব্যাপক। উল্লেখ্য, কিছুটা সময় গুরুর রাশি মীনে রাহু অবস্থিত রয়েছেন। তবে আগামী বছরেই রাহু শনিদেবের রাশি কুম্ভে প্রবেশ করবেন। কুম্ভে রাহু ১৮ মাস থাকবেন। এর ফলে সমস্ত রাশিতে প্রভাব পড়বে । তবে তিনটি রাশিতে এর বিশেষ প্রভাব পড়বে। দেখা যাক, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু গোচরে আসন্ন দিনে কোন কোন রাশির উপর শুভ প্রভাব পড়তে চলেছে।
মেষ
মনের মতো সমস্ত কিছু পেতে পারেন এই সময়। বহু দিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকতে পারে। আগের থেকে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। সমাজে মান সম্মান বৃদ্ধি দেখা যেতে পারে। নতুন নতুন কারোর সঙ্গে সাাক্ষাৎ হতে পারে, তা আপনাকে আলাদা করে আনন্দ দিতে পারে। এঁদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ আসতে পারে। আপনার বেতন বৃদ্ধি হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে।
( ‘ভারত বিরোধী কাজে আমাদের জমি ব্যবহার হতে দেব না’, হামবানতোতা বন্দরে চিনের আনাগোনা নিয়ে বার্তা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের)
( Russian Visa For Indians: টুরিস্ট ভিসা ছাড়াই রাশিয়া বেড়াতে পারবেন ভারতীয়রা? নয়া নিয়ম চালু হতে পারে ২০২৫-এই)
সিংহ
কেরিয়ারের দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের জীবনে নানান ধরনের উন্নতির ছোঁয়া আসবে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ রয়েছে। আসন্ন বছর খুবই আনন্দদায়ক হতে চলেছে। সব দিক থেকে উন্নতির রাস্তা খোলা থাকবে। পরিবারে চলা বহুদিনের সমস্যা এবার কেটে যাবে। সব কাজে জীবনসঙ্গীর পুরো সমর্থন পাবেন। জীবনসঙ্গীকে পাশে পেয়ে বহু দিনের নানান সমস্যা থেকে মুক্তি পাবেন। জীবনে সুখ শান্তি বাড়তে থাকবে। আইনি মামলায় সাফল্য অর্জন করতে পারবেন। বিদেশে ব্যবসায় লাভ পাবেন।