Updated: 30 Aug 2024, 04:05 PM IST
Abhijit Chowdhury
ছাত্রসমাজের নবান্ন অভিযানের দিন হাওড়া ব্রিজে ‘সাধু বাবা’ পুলিশকে ব্যঙ্গ করতে ‘চুড়ি পরার’ ইঙ্গিত করেছিলেন। আরজি করের প্রতিবাদে শামিল একটা অংশ সেই বিষয়টিকে ভালো চোখে দেখেননি। কারণ, এভাবে চুড়ি পরতে বলে নারীদেরই দুর্বল বলে ইঙ্গিত করা হয়েছিল বলে অভিযোগ। আর তাই কলেজ স্ট্রিটে আরজি কর প্রতিবাদে উঠল ‘চুড়ি পহেনকে হাল্লা বোল’ রব।