Updated: 07 Apr 2020, 09:12 AM IST
HT Bangla Correspondent
করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা স... more
করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা সবার প্রশংসা কুড়াচ্ছে। দিল্লি সরকার এই মেয়াদকালের জন্য চিকিত্সক, নার্সদের দিল্লির বড় হোটেলগুলিতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। দিল্লির নামজাদা হোটেল ললিতে উষ্ণ অভ্যর্থনা পেলেন ডাক্তার ও নার্সরা। এনারা মূলত লোকনায়াক হাসপাতাল ও জিবি পন্থ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিত্সা করছেন। দিল্লিতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৫২৩, মারা গিয়েছেন সাতজন। বেশ কয়েকজন চিকিত্সক ও নার্সেরও করোনা পজিটিভ ধরা পড়েছে।