বাংলা নিউজ >
দেখতেই হবে >
Virashatami Video: বীরাষ্ঠমীর লাঠি খেলায় মাতল বাগবাজার সর্বজনীনের পুজো, ১০৪ বছরের পুজো ঘিরে উপচে পড়ল ভিড়
Updated: 03 Oct 2022, 05:25 PM IST
লেখক Sritama Mitra
সাবেকিয়ানায় জুড়ি মেলা ভার বাগবাজার সর্বজনীনের দুর... more
সাবেকিয়ানায় জুড়ি মেলা ভার বাগবাজার সর্বজনীনের দুর্গাপুজোর। এই বছর এখানের পুজো পা দিল ১০৪ বছরে। সকাল থেকেই অষ্টমীর বিশেষ পুজো ঘিরে এখানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। সাবেকি প্রতিমায় ডাকের সাজ বাগবাজার সর্বজনীনের পুজোয়। উত্তর কলকাতার এই পুজোর পরতে পরতে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের মিশেল। লাঠি খেলার মাধ্যমে বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী প্রথা পালন চলছে। স্বাধীনতা সংগ্রামের সময়, লাঠি এবং তরোয়াল খেলার মাধ্যমে শরীরচর্চা করতেন বিপ্লবীরা। পরে তা দেবী আরাধনার অংশ হয়। এবারেও তার অন্যথা হলনা।