Updated: 29 Jan 2025, 08:24 PM IST
Laxmishree Banerjee
গেট ভেঙে রিসর্টে ঢুকে গেল হাতি। যাইহোক করে পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকেরা। বুধবার ভোরে মাটিয়ালী ব্লকের মঙ্গলবাড়ি বস্তি সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসর্টে এমনটাই ঘটেছে। জানা গিয়েছে, পরবর্তীতে হাতিটি ওই এলাকার সংলগ্ন পানঝোড়া জঙ্গলে ঢুকে যায়। তবে ঘটনায় রিসর্ট এর ক্ষতি হলেও কোনও পর্যটকের ক্ষতি হয়নি বলেই খবর মিলেছে।