কেরলে নদী-সাগরের মোহনায় তাক লাগানো 'ওয়াটার ফেস্টিভাল'-এ মাতলেন পর্যটকরা
একদিকে চালিয়ার নদী, অন্যদিকে আরব সাগর, আর এই দুইয়ের মোহনাতে আয়োজিত হল 'ওয়াটার ফেস্টিভাল'। কেরল টুরিজিমের তরফে গত ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছে এই উৎসব। উল্লেখ্য, বুধবারই ছিল এই আয়োজনের শেষ দিন। আর বেপোর মেরিনা কোজিকোডে আয়োজিত এই উৎসবের শেষদিনে তোখ ধাঁধানো দৃশ্য কার্যত পরতে পরতে উপভোগ করেছেন পর্যটকরা। জলকে কেন্দ্র করে এই উৎসবকে ঘিরে কেরল টুরিজম বহুদিন ধরেই উদ্যোগ নিয়েছে। কোস্ট গার্ড শো থেকে রোইং , বোট প্যারাড, স্ট্যান্ড আপ প্যাডলিং এর ভরপুর আয়োজন ছিল এই উৎসবে।