সুড়ঙ্গের উৎস পাকিস্তান! জম্মুতে রহস্যময় সুড়ঙ্গে কী পাওয়া গেল?
সামনেই অমরনাথ যাত্রা। তার আগে জম্মুর সাম্বা সেক্টরের কাছেই হদিশ মিলল এক সন্দেহজনক সুড়ঙ্গের। সেখানে বিএসএফএর তরফে একটি তল্লাশি অভিযান চলাকালীন এমন সুড়ঙ্গের সন্ধান মেলে। বিএসএফ জানিয়েছে এই রহস্যজনক সুড়ঙ্গের উৎস পাকিস্তান। অমরনাথ যাত্রা শুরুর আগে এমন সুড়ঙ্গ ঘিরে ফের একবার জঙ্গি নাশকতার ছক নিয়ে জল্পনা চড়ছে। জানা গিয়েছে, সুড়ঙ্গের মুখ মুজবুত করতে সেখানে ২১ টি বালির বস্তা রাখা হয়। এরপর থেকেই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে গিয়েছে।