Video: দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ঘিরে পর পর ডাম্পারে আগুন ক্ষিপ্ত জনতার!
উলুবেড়িয়া রাজ্য সড়কের আমতা পাথরপোলে এক দুর্ঘটনা ঘিরে প্রবল ক্ষোভে ফেটে পড়ে জনতা। ডাম্পারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘিরে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। এরপরই পর পর ডাম্পারে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এলাকাবাসীর অভিযোগ বেপরোয়া ডাম্পার চলাচলের জেরেই এমন ঘটনা। তাঁদের অভিযোগ পুলিশকে বলেও লাভের লাভ হয়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামে ব়্যাফ, কমব্যাট ফোর্স।