বাংলা নিউজ >
দেখতেই হবে > 5 No Swapnamoy Lane: শীতের লোভনীয় মিষ্টি! '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর প্রিমিয়ারে হল অকাল পৌষ পার্বণ উদযাপন
5 No Swapnamoy Lane: শীতের লোভনীয় মিষ্টি! '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর প্রিমিয়ারে হল অকাল পৌষ পার্বণ উদযাপন
Updated: 19 Dec 2024, 06:26 PM IST Ranita Goswami ২০ ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ছুটির ঠিক আগেই মুক্তি পাচ্ছে '৫ নম্বর স্বপ্নময় লেন'। তবে তার আগে ১৮ ডিসেম্বর প্রিয়া সিনেমায় ছিল '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর তারকা খচিত প্রিমিয়ার। কে কে ছিলেন সেখানে? দ্বিতীয় ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন পরিচালক মানসী সিনহা। ছিলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়, অন্বেষা হাজরা, রেজওয়ান রব্বানি শেখ, সায়ন সূর্য ভট্টাচার্যরা। আমন্ত্রিত ছিলেন অভিনেতা সুমন বন্দ্য়োপাধ্যায়ও, দেখা মিলল সঙ্গীত পরিচালক জয় সরকারের। তবে '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর প্রিমিয়ার ছিল অন্য ছবির প্রিমিয়ারের থেকে একটু ‘হটকে’।এখানে কেক কেটে সেলিব্রেশন হল না, বাঙালি নস্টালজিয়া বজায় রেখে হল মিষ্টি মুখ। তাও আবার ছিল শীতের লোভনীয় সব মিষ্টি, ছিল নলেন গুড়ের পাটি সাপটা, মোয়া নাড়ু, দুধপুলি। বলা ভালো, '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর প্রিমিয়ারে হল অকাল পৌষ পার্বণের উদযাপন।