প্রাক্তন ক্রিকেটর ক্যারিবিয়ান পেসার ওয়েসলি হল বই তুলে দিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মার হাতে! তিনি তাঁর আত্মজীবনী ‘আনসারিং টু দ্য কল’ বইটি তাঁদের দেন। কিংবদন্তি এসেছিলেন ভারতের অনুশীলন দেখতে। সেখানেই দেখা হয় ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে, কথা বলেন বিরাট কোহলির সঙ্গেও। ২০২২ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনী ‘আনসারিং টু দ্য কল’। চলতি বছর সেই আত্মজীবনীর দ্বিতীয় অংশও প্রকাশিত হয়েছে। আর সেই বই তিনি রোহিত শর্মা, কোচ ও বিরাট কোহলির হাতে তুলে দেন। বই দেওয়ার বিষয়ে ওয়েসলি কী বললেন? এই বইতে মূলত তাঁর বর্ণময় ক্রিকেট জীবনের নানা গল্প তুলে ধরা হয়েছে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।