Updated: 30 Aug 2021, 11:14 PM IST
লেখক Ayan Das
সোমবার প্যারালিম্পিক্সে ঐতিহাস তৈরি করলেন আভনি লেখারা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক্সে সোনা জিতলেন ১৯ বছরের অ্যাথলিট। সেই ঐতিহাসিক জয়ের পর আভনির বাড়িতে খুশির হাওয়া বইছে। আভনির দাদু জিআর লেখরা বলেন, এটার থেকে বেশি আনন্দের কিছু হতে পারে না। নিজের পরিশ্রমের ফল পেয়েছেন আভনি। টোকিয়োয় আরও সোনা জিতবেন নাতনি। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -