আরজি কর-এ তরুণী চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য থেকে দেশ। ফুঁসছে শহর থেকে গ্রাম, গলি থেকে রাজপথ। এদেশ থেকে ক্রোশ দূরে কানাডাতেও প্রবাসীরা গর্জে উঠেছেন প্রতিবাদে। কানাডার মন্ট্রিয়ালের ফিলিপ স্কোয়ারে দেখা গিয়েছে এই ছবি। প্রতিবাদে সরব হয়েছেন সেখানের প্রবাসী ভারতীয়রা। প্রসঙ্গত, আর জি কর-এ তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে রয়েছে ধর্ষণ ও খুনের অভিযোগ।