সদ্য রাজস্থানে এক সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ নিয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সভায় তিনি অভিযোগ তোলেন কংগ্রেসের ইস্তেহারের বক্তব্য নিয়ে।তিনি বলেন, কংগ্রেসের রাজপুত্র বলেছেন, তাঁদের সরকার আসলে তাঁরা খুজে বের করবেন আপনাদের কী রয়েছে, তদন্ত হবে, আপনাদের সব সম্পত্তি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হবে আর তা বিলিয়ে দেওয়া হবে। সেখানে মহিলাদের মঙ্গলসূত্র নিয়েও কংগ্রেসের বিরুদ্ধে একটি মন্তব্য করেন মোদী। যারপরই পাল্টা তোপ দেগে প্রিয়াঙ্কা বলেছেন, 'ইন্দিরা গান্ধী দেশের যুদ্ধের সময় সোনা দান করেছিলেন, আমার মায়ের মঙ্গলসূত্র দেশের জন্য উৎসর্গ হয়েছে।'