Video: ব্যক্তির পেট থেকে বের হলো ২৫০ টি পেরেক, ৩৫টি কয়েন! কীভাবে ঘটল এমন?
বছর আটত্রিশের শেখ মইনুদ্দিন মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। বহুদিন ধরেই তাঁর মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের দাবি। এরপর তাঁকে সদ্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারণ তার আগে পেটে ব্যথা হওয়ার কথা হাবেভাবে বোঝান শেখ মইনুদ্দিন। শনিবার সকাল থেকে কোনো কিছুই খাওয়া দাওয়া করছিল না তিনি। হাসপাতালে চিকিৎসকরা মইনুদ্দিনের এক্সরে করেই তাঁকে ভর্তি করে নেন। এরপর তাঁর অপারেশন হলে পেট থেকে ২৫০ টি পেরেক বের হয়। বের হয় ৩৫ টি কয়েন। বেশ কিছু পাথরের কুচিও বের হয়।