বাংলা নিউজ >
দেখতেই হবে >
একদিকে কুণাল-কৌস্তভের কথা কাটাকাটি, অন্যদিকে বিমান বসু! SLST চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চের হাজারতম দিনে তীব্র চাঞ্চল্য
Updated: 09 Dec 2023, 11:39 PM IST
Sritama Mitra
ধর্মতলায় চলছিল এসএলএসটি চাকরিপ্রার্থীদের ধরনা। সেই ধরনা মঞ্চের এদিন ছিল হাজারতম দিন। তারই মাঝে শনিবার দুপুরে সেখানে পৌঁছন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে বসেন। সোমবার শিক্ষামন্ত্রীদের সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক ঠিক হয়েছে। এদিকে, কয়েকজন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছিলেন। ওই সময় ওই মঞ্চের কাছে ছিলেন কংগ্রেসের কৌস্তভ বাগচি। তিনি কুণাল ঘোষকে দেখেই স্লোগান দিতে থাকেন তৃণমূলকে টার্গেট করে। এদিকে, ধরনা মঞ্চের কাছে পৌঁছন বামফ্রন্ট চেয়াম্যান বিমান বসু। তিনি সেখানে কুণাল ঘোষকে দেখে বিরক্ত হন বলে খবর।