সমুদ্রে হার্ট-অ্যাটাক চিনা নাগরিকের, প্রবল ঝুঁকি নিয়ে ‘এয়ারলিফট’ ভারতীয় হেলিকপ্টারের, বাঁচল প্রাণ
Updated: 17 Aug 2023, 08:56 PM IST লেখক Ayan Das রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারইমধ্যে মাঝসমুদ্র থেকে অসুস্থ চিনা নাগরিককে উদ্ধার করল ভারত। ওই ব্যক্তির বুকে ব্যথা করছিল। হার্ট-অ্যাটাকের উপসর্গ দেখা যাচ্ছিল। খবর পেয়ে তাঁকে ‘এয়ারলিফট’ করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তথা ইন্ডিয়ান কোস্টগার্ড। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -