কেন্দ্রীয় সাধারণ বাজেট ২০২১-কে ১০০ শতাংশ দিশাহীন ও দেশ বিক্রির উদ্যোগ বলে মন্তব্য করল তৃণমূল কংগ্রেস। সোমবার নির্মলা সীতারমণের বাজেট ভাষণের পর এই প্রতিক্রিয়া জানান তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।এদিন ডেকের বলেন, ‘দেশের প্রথম কাগজমুক্ত বাজেট আসলে ১০০ শতাংশ দিশাহীন। এই ভুয়ো বাজেটের আসল লক্ষ্য দেশকে বিক্রি করা। রেল বিক্রি করে দিয়েছে, বিমানবন্দর- নৌবন্দর বিক্রি করে দিয়েছে।’তাঁর দাবি, এই বাজেটে সাধারণ মানুষ ও গরিবের খেয়াল রাখা হয়নি। বাজেট ধনীকে আরও ধনী বানাবে, গরিবকে আরও গরিব করবে। মধ্যবিত্তও কিছুই পায়নি। বাজেটে পশ্চিমবঙ্গে সড়ক নির্মাণের যে বরাদ্দ দেওয়া হয়েছে তারও সমালোচনা করেছেন ডেরেক। তিনি বলেন, ‘রাজ্যে ২০১১ সালে মোট ৩৯,৭০৫ কিলোমিটার রাস্তা ছিল। ২০১১ – ২০২০ পর্যন্ত ৮৮,৮৪১ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। দেশের মধ্যে যা সর্বোচ্চ।’সঙ্গে তিনি বলেন, ‘এই বাজেটে ৬২৫ কিলোমিটার নতুন রাস্তা তৈরির কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮-১৯ সালে ৫,১১১ কিলোমিটার রাস্তা তৈরি করেছে। ২০১৯-২০ সালে তৈরি হয়েছে ১,১৬৫ কিলোমিটার রাস্তা।’