Mohali Moshap Video: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জয়-রাইডের একাংশ! বীভৎসকাণ্ডে মোহালিতে ১০ আহতের মধ্যে রয়েছে ৫ শিশু
এই ভয়াবহ দৃশ্য মোহালির দশেরা গ্রাউন্ডের ফেজ ৮ এর। সেখানে ৫০ মিটার ওপর থেকে ভেঙে পড়ে জয় রাইডের একাংশ। হুড়মুড়িয়ে তা পড়ে যায় মাটিতে। আহত হন ১০ জন। আহতদের মধ্যে রয়েছে ৫ শিশু। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই চোয়ালে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে হাসপাতাল সূত্রের খবর, আহতরা সকলেই বিপদের বাইরে। স্বভাবতই, প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। জানা গিয়েছে, যে জয়রাইড ৩১ অগস্ট শেষ হওয়ার কথা ছিল তার মেয়াদ ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আর তার মাঝেই ঘটে যায় এই বিপদ।