ডেনমার্কে ঢোলের তালে মাতলেন মোদী! অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী
ডেনমার্কে এক অনবদ্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কোপেনহেগানে ভারত ও ডেনমার্কের বাদ্যযন্ত্রের তালে চলেছে বিশেষ আসর। আর সেই আসরেই যোগ দিয়ে কার্যত মাতিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী। ঢোলের তালে তাল মেলানোর চেষ্টা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। আর তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিতে দেখা গেল বাকি বাদকদের। জমে উঠল আসর। যার সাক্ষী থাকল ডেনমার্ক। উল্লেখ্য, সদ্য বিদেশ সফরে জার্মানির পর প্রধানমন্ত্রী মোদী উড়ে যান ডেনমার্কে। সেখানে দ্বিপাক্ষিক আলোচনায় সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মোদী।