বাংলা নিউজ >
দেখতেই হবে > Mamata on Atal Bihari's Favorite sweet:'সূর্য মোদকের মিষ্টি নিয়ে যেতাম..অটলজি মিষ্টি,মালপোয়া ভালোবাসতেন', বললেন মমতা
Mamata on Atal Bihari's Favorite sweet:'সূর্য মোদকের মিষ্টি নিয়ে যেতাম..অটলজি মিষ্টি,মালপোয়া ভালোবাসতেন', বললেন মমতা
Updated: 12 Feb 2024, 09:20 PM IST Sritama Mitra হুগলিতে প্রশাসনিক বৈঠকে এদিন যোগ দিয়ে এক গুচ্ছ সরকারি ঘোষণা করেন মমতা। এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ দেব। তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে ছিলেন সভায়। তার পরই বক্তব্য রাখতে উঠে কথা প্রসঙ্গে মমতা তোলেন সূর্য মোদকের মিষ্টির কথা। উল্লেখ্য হুগলির চন্দননগরের সূর্য মোদকের মিষ্টির দোকানের জলভরা ও নানান মিষ্টির জগতজোড়া নাম রয়েছে। সেই হুগলিতে দাঁড়িয়েই এলাকার জনপ্রিয় মিষ্টির দোকানের প্রসঙ্গ তোলেন মমতা। জানান, সেখানের মিষ্টি যেত বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্য। নিয়ে যেতেন মমতা।