Shinzo Abe Shot Dead Video: গুলিবিদ্ধ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে
- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। জাপানের নারা শহরে তাঁকে গুলি করা হয় এক বক্তৃতা চলার সময়। জানা গিয়েছে, বুলেটটি তাঁর বুকে গিয়ে আঘাত করে। মূহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এক বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করা হয়। ঘটনার পর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ।