হাতে নেই গ্লাভস, কনকনে ঠাণ্ডায় বরফের উপর চলল জওয়ানদের 'পুশ আপ'!
চারিদিকে শুধুই বরফ। ঝরে পড়ছে তুষার। তার মাঝে চলল পুশ আপ! গ্লাভস ছাড়া বরফের উপত্যকায় সেনা জওয়ানদের এই পুশ আপ-এর ভিডিয়ো ক্রমেই ভাইরাল হতে শুরু করেছে। বরফে ৪০ সেকেন্ডে ৪৭ বার পুশ আপ করে তাক লাগিয়ে দিয়েছেন এই সেনা জওয়ান। আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এক সেনা জওয়ান হ্যান্ড পুশ আপ-এ ব্যস্ত রয়েছেন বরফ-ঠাণ্ডার মধ্যে। এমন দৃশ্যে ফের একবার জওয়ানরা অবাক করেছেন নেটিজেনদের।