বাংলা নিউজ >
দেখতেই হবে > বাড়িকে ধীরে ধীরে হোমস্টে করে তুলছেন কাশ্মীর সীমান্তের এই বাসিন্দারা! লক্ষ্য কী?
বাড়িকে ধীরে ধীরে হোমস্টে করে তুলছেন কাশ্মীর সীমান্তের এই বাসিন্দারা! লক্ষ্য কী?
Updated: 08 May 2022, 07:47 PM IST লেখক Sritama Mitra - নিজের গতিতে বয়ে যাচ্ছে পাহাড়ি নদী। তার কুলুকুলু শব্দের সঙ্গে পাখিদের আনাগোনা এই উপ্যতকাকে আরও মনোরম করে তুলেছে। এই ছবি কাশ্মীরের কেরান সেক্টরের। উপত্যকা জুড়ে সেখানে সবুজের ছোঁয়া লাগতে শুরু করেছে। কাশ্মীর সীমান্তের এই এলাকায় রয়েছে বহু মানুষের বাস। আর তাঁদের বসতবাড়িগুলিই এখন ধীরে ধীরে হয়ে উঠছে হেমস্টে। সেখানে পাওয়া যাচ্ছে বাড়ির তৈরি খাবার, সমেত বহু সুবিধা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, কাশ্মীরের বুকে কাশ্মীরি বাড়িতে বসে সেখানের স্থানীয় লোভনীয় পদ চেখে দেখার মজা। এই সমস্ত সম্ভার নিয়ে হাজির হচ্ছে কেরান সেক্টরের হোমস্টেগুলি। লক্ষ্য একটাই পর্যটন শিল্পকে আরও চাঙ্গা করে তোলা। সীমান্তের বুকে বহুকাল ধরে বারুদের গন্ধ দাপট ধরে রেখেছিল। এবার সেই গন্ধ ঝেড়ে ফেলে কুপওয়ারার কেরান সেক্টর পর্যটন ব্যবসায় লাভের মুখ দেখতে চাইছে। ছড়িয়ে দিতে চাইছে সীমান্তের পর্যটন শিল্পকে। যা বহু বছর ধরে কার্যত ধুঁকছে। মনে করা হচ্ছে, সীমান্তের গ্রামে যদি পর্যটন শিল্প ফুলে ফেঁপে ওঠে, তাহলে বাসিন্দাদের জীবনেও আসবে উন্নতি। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে কেরান সেক্টর।