বাংলা নিউজ >
দেখতেই হবে >
Fire at hotel in patna near Railway station:পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০
Updated: 25 Apr 2024, 04:09 PM IST
Sritama Mitra
পাটনায় রেলস্টেশনের কাছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর উঠে আসছে। অগ্নিকাণ্ডের খবর পেতেই তৎপর হয়েছে দমকল। ভিড়ে ঠাসা রেলস্টেশনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক খবরে জানা গিয়েছে, সিলিন্ডার ফেটে গিয়ে এই অগ্নিকাণ্ড। দমকলের প্রাথমিক তদন্ত বলছে, নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়নি বলেই এই ঘটনা ঘটে গিয়েছে।