Updated: 23 Apr 2022, 12:57 PM IST
লেখক Priyanka Mukherjee
শুক্রবার সংবাদমাধ্যমে নিজেদের বিয়ের গোপন খবর ফাঁস করেছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা চক্রবর্তী। গত জানুয়ারিতে সিকিমের এক গ্রামে গান্ধর্ব মতে পরস্পরকে আপন করে নিয়েছেন দুজনে। হয়নি সইসাবুদ, ছিল না কোনও মন্ত্র উচ্চারণ। অঙ্কিতা-প্রান্তিকের বিয়ের সাক্ষী ছিল শুধু প্রকৃতি আর হাতে গোনা কয়েক জন বন্ধু।
বিয়ের পর এখন দু'জনে পাশাপাশি ফ্ল্যাটে থাকেন। বিয়ের পর এক ছাদের তলাতেই দুজনকে থাকতে হবে এই ফর্মুলায় বিশ্বাসী নন এই জুটি। আসলে সমাজের কোনও নিয়মের বন্ধনেই নিজেদের বাঁধতে চান না দুজনে। অঙ্কিতা এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘এখন আমার দুটো ফ্ল্যাট, আর প্রান্তিকেরও। বিয়ে হলে কোনও একটা বাড়িতে থাকতে হবে, সিঁদুর পরতে হবে এসব কে বলেছে? ইচ্ছা হলে সিঁদুর পরব। তবে সেটা সমাজ ঠিক করে দেবে কেন?'