Ganesh Chaturthi: গণেশ বন্দনায় মাতল সলমনের পরিবার, হাজির রীতেশ-জেনেলিয়াও
প্রতি বছরের মতো এবছরও গণেশ চতুর্থীর সেলিব্রেশনে মাতোয়ারা সলমন খানের পরিবার। গত বছর সোহেল খানের বাড়িতে বাপ্পার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আর এবছর অর্পিতা খান শর্মার বাড়িতে স্বাগত জানানো হল গণপতিকে। যদিও 'টাইগার ৩'-র শ্যুটিংয়ে দেশের বাইরে থাকায় 'বিঘ্নহর্তা'র বন্দনায় যোগ দিতে পারবেন না সলমন খান।