নারী সুরক্ষার দাবি নিয়ে 'রাত দখল' করলেন এগরার মেয়েরা
Updated: 15 Aug 2024, 05:00 PM IST Sayani Rana গোটা রাজ্যে 'মেয়েরা, রাত দখল করো'র ডাকে দিকে দিকে সাড়া পড়েছে। স্বাধীনতা দিবসের আগের রাতে বাংলার দিকে দিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ। আর জি কর-এ মহিলা চিকিৎসকের মৃত্যুতে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। এবার নারী সুরক্ষার দাবি নিয়ে 'রাত দখল' করলেন এগরার মেয়েরা। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।