ডেনমার্কের রাজরানির আমন্ত্রণে বিশেষ ভোজন সভায় মোদী! কিছু টুকরো দৃশ্য একনজরে
নরেন্দ্র মোদীর ইউরোপ সফর আলাদা করে নজর কেড়েছে। জার্মানি থেকে ডেনমার্কে পা রেখেই বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। ডেনমার্কে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে বিশেষ আলোচনা পর্ব সম্পন্ন করেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ছিল ডেনমার্কের রাজরানির তরফে। সেখানে পৌঁছে রাজকীয় সমাদর পানে ভারতের প্রধানমন্ত্রী। কোপেনহেগেনে ডেনমার্কের রাজরানি দ্বিতীয় মার্গারেটের আমন্ত্রণ রক্ষা করতে বিশেষ ভোজ সভায় পৌঁছে যান মোদী।