Durga Puja 2022: পুরো টায়ার দিয়ে তৈরি হয়েছে শিলিগুড়ির এই মণ্ডপ! দেখিয়েছে সমুদ্রমন্থন
শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব দাদাভাই স্পোর্টিং ক্লাব। এবার দাদাভাই স্পোর্টিং ক্লাবের মণ্ডপ তৈরি করা হয় টায়ার দিয়ে। এবারের থিম সমুদ্রমন্থন। সেই পুজো ঘুরে দেখাল খুদে প্রেরণা চৌধুরী। দেখুন সেই ভিডিয়ো -