Updated: 01 Feb 2020, 04:27 PM IST
HT Bangla Correspondent
হোয়াট অ্যান আইডিয়া স্যারজি! গুমলাবাসীর উদ্দেশে... more
হোয়াট অ্যান আইডিয়া স্যারজি! গুমলাবাসীর উদ্দেশে এখন একথায় বলছে নেটিজেনরা। আর্কিমিডিসের প্লবতা সূত্র ব্যবহার করে একটি হস্তিশাবককে উদ্ধার করল ঝাড়খন্ডের গুমলা গ্রামের বাসিন্দা এবং বনবিভাগ কর্মীরা। আচমকাই একটি কুয়োর মধ্যে পড়ে যায় হাতির ছানা। অনেক চেষ্টা করেও সেই শাবককে উদ্ধার করা যাচ্ছিল না। অবশেষে গ্রীক পদার্থবিদের শতাব্দী প্রাচীন সূত্র অনুসরণ করেই কুয়োটিকে জল দিয়ে ভরে দেওয়া হয়। প্লবতার নিয়মে ধীরে ধীরে উপরে উঠতে থাকে সেই হস্তিশাবক। আইএফএস অফিসার রমেশ পাণ্ডে টুইটারে এই ঘটনার ছবি শেয়ার করে নিয়েছেন। হস্তিশাবক উদ্ধারের এই ঘটনায় গুমলাবাসীর প্রশংসায় ফেটে পড়েছে নেটদুনিয়ার বাসিন্দারাও।