Auto Expo 2020: কনসেপ্ট গাড়ি Futuro-e দেখাল মারুতি সুজুকি
বুধবার থেকে শুরু হওয়া অটো এক্সপোতে নিজেদের কনসেপ্ট গাড়ি Futuro-e দেখাল মারুতি সুজুকি। এই ইলেকট্রিক গাড়িটি আপাতত পরিকল্পনার স্তরে আছে। আগামী প্রজন্মের জন্য ইকো-ফ্রেন্ডলি গাড়ি বানাতে সংস্থা বদ্ধপরিকর বলে জানান মারুতি সুজুকির সিইও আয়ুকায়া।