Video: হাতির পাল জঙ্গল, জলাশয় পেরিয়ে নিঃসাড়ে ঢুকল গ্রামে! আতঙ্কে এলাকা
সকাল সকাল গ্রামে হাজির হল একদল হাতি। ঘটনাকে কেন্দ্র করে হইচইকান্ড জলপাইগুড়ি রাজগঞ্জে। সেখানের বোদাগঞ্জ জঙ্গল থেকে এক দল হাতি লোকালয়ে দিতে এগিয়ে আসে। ক্ষেত পেরিয়ে নিঃসাড়ে এলাকায় আসে হাতির দল। এলাকায় হাতির আক্রমণ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলল গ্রামবাসীরা। বনদফতর সুত্রে জানা গিয়েছে হাতি দলকে জঙ্গলে ফেরানোর জন্য কাজ চলছে।