'জয়ার সঙ্গে অভিনয় করতে গিয়ে বেগ পেতে হয়েছে', অকপট স্বীকারোক্তি প্রসেনজিতের
জ্যেষ্ঠপুত্র দিয়ে শুরু হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ২০১৯-এর ক্যালেণ্ডার ইয়ার। বছরের শেষ শুক্রবার রবিবার নিয়ে হাজির হচ্ছেন এই টলি সুপারস্টার। ময়ূরাক্ষীর পর আবারও পরিচালক অতনু ঘোষের ছবিতে বুম্বাদা। এই ছবিতেই প্রথমবার জয়া এহেসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিলেন অভিনেতা। একাকীত্বের গল্প বলবে রবিবার। এই গল্পটা অসীমাভ আর সায়নীর গল্প। ১৫ বছর পর এক রবিবারে দেখা দুই প্রাক্তনের। প্রাক্তন এই প্রেমিক যুগলের সেই রবিবারের জার্নিটাই এই ছবিতে ফুটে ওঠেছে। রবিবার থেকে শুরু করে পাল্টে যাওয়া ভারতীয় সিনেমার প্রেক্ষাপট, আজকের বর্তমান পরিস্থিতি এবং নতুন বছরের প্ল্যানিং- সব কিছু নিয়ে HT Bangla-র সঙ্গে খোলামেলা আড্ডায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।