আমি সন্ত্রাসবাদী না ঘরের ছেলে, দিল্লি ঠিক করবে- বিজেপিকে তোপ কেজরিওয়ালের
বিজেপি সাংসদ পরবেশ ভার্মা তাঁকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করায় অত্যন্ত অসন্তুষ্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফেব্রুয়ারির আট তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন। এদিন কেজরিওয়াল বলেন যে তিনি সন্ত্রাসবাদী না দিল্লির সন্তান, সেটি শহরের মানুষ ঠিক করবেন। এর আগে পরবেশ ভার্মা বিতর্কে জড়িয়েছিলেন এই বলে যে শাহিন বাগের বিক্ষোভকারীরা এরপর খুন ও ধর্ষণ করবে। এর জেরে নির্বাচন কমিশন তাঁকে তিন দিনের জন্য প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। বিজেপির তারকা প্রচারকের তালিকা থেকেও তাঁর নাম বাদ দিতে বলেছে ইসি।