TV-তে ফিরেছে মহাভারত: লকডাউনে কেমনভাবে কাটছে 'দুর্যোধন' পুনিত ইস্সরের সময়?
করোনার জেরে দেশজুড়ে লকডাউন। মহামারীর হাত থেকে বাঁচতে এখন একটাই উপায় নিজেকে ঘরবন্দি করে রাখা। এমন সময় কীভাবে নিজেকে ব্যস্ত রাখছেন অভিনেতা পুনিত ইস্সর? সেই কথাই জানালেন মহাভারতের দুর্যোধন। লকডাউনের সুফল হিসাবে তিনি জানান-পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি সরকারের সমস্ত নির্দেশ মেনে চলারও আবেদন জানান তিনি। প্রসঙ্গত লকডাউনের জেরে শনিবার থেকে দূরদর্শন পুনঃসম্প্রচার শুরু হয়েছে নব্বইয়ের দশকের হিট সিরিজ মহাভারতের, যেখানে দুর্যোধনের চরিত্রে অভিনয় করেছিলেন পুনিত।