মহামারীর করোনার প্রকোপ রুখতে স্যানিটাইজ করা হচ্ছে তিলোত্তমার পথঘাট। কলকাতা জুড়ে জীবানুনাশক ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে।শুধু কলকাতাই নয় শিলিগুড়ি জেলা হাসপাতালও সম্পূর্নরূপে স্যানিটাইজ করা হয় দমকলের তরফে। বাংলার এই উদ্যোগকে আগেই সাধুবাদ জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। বিগ বি-র উদ্দেশ্যে স্যানিটাইজেশন প্রক্রিয়ার একটি ভিডিয়ো টুইট করেন একজ ইউজার। সেই টুইট রিটুইট করে বাংলার জামাই প্রশংসা করেন কলকাতার। জানতে চান মুম্বইতে কবে এই ধরণের উদ্যোগ নেওয়া হবে?