মেঘের রাজ্যে মুকুলের হাত ধরে স্বপ্ন দেখছে ঘাসফুল, কড়া টক্কর দিচ্ছে তৃণমূল Updated: 02 Mar 2023, 10:16 AM IST দিল্লির পর পঞ্জাবে জিতে আম আদমি পার্টি জাতীয় রাজনীতিতে বড় ছাপ ফেলেছিল। সেই পথে এগিয়েই ত্রিপুরা এবং মেঘালয়ের দিকে পা বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় আশাভঙ্গ হলেও মেঘালয়ে কংগ্রেস ভাঙিয়ে নিজেদের দলকে শক্তিশালী করেছিল তৃণমূল। সেখানে প্রচারের ওপরও জোর দিয়েছিল ঘাসফুল শিবির। তারই প্রতিফলন দেখা যাচ্ছে প্রাথমিক ট্রেন্ডে।
শুরু অঙ্ক কষা, বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই বড় মন্তব্য মেঘালয়ের মুখ্যমন্ত্রীর Updated: 28 Feb 2023, 12:58 PM IST পাঁচবছর বিজেপির সঙ্গে জোটে থেকেই মেঘালয়ে সরকার চালিয়েছিলেন কনরাড সাংমা। তবে এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে আসন বণ্টন নিয়ে একমত হতে পারেনি তাঁর দল এনপিপি। এই আবহে একাই লড়াই করার সিদ্ধান্ত নেন কনরাড ও বিজেপি। তবে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই 'সুর বদল' কনরাডের।
১০০% সিটে জামানত জব্দ থেকে ১০-র কাছে আসন জয়- মেঘালয়ের এক্সিট পোলে হাসি তৃণমূলের! Updated: 27 Feb 2023, 08:58 PM IST TMC in Meghalaya Elections 2023 Exit Polls: এবার মেঘালয়ে সরকার গঠনের ডাক দিয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস। সেটা যে কার্যত ডুমুরের ফুল হবে, সেটা নিয়ে রাজনৈতিক মহলের কোনও দ্বিমত ছিল না। তারইমধ্যে বুথফেরত সমীক্ষায় ইতিবাচক ইঙ্গিত পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা বিজেপির, পদ্মের চালে চাপে পড়বে ঘাসফুল? Updated: 19 Feb 2023, 09:18 AM IST মেঘালয় নির্বাচনের বাকি হাতে গোনা আর কয়েকটা দিন। এই আবহে তিনদিন আগেই বড় ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নড্ডা। সেরাজ্যের সরকারি কর্মচারীদের খুশি করতে তিনি জানিয়েছেন, সেই রাজ্যে সরকারে এলে বিজেপি সপ্তম বেতন কমিশন চালু করবে সরকারি কর্মচারীদের জন্য। উল্লেখ্য, মেঘালয়ে নির্বাচনী লড়াইতে রয়েছে তৃণমূল কংগ্রেসও।