২২ এপ্রিলের পর থেকে ভারত-পাক সীমান্তে ক্রমেই বেড়েছিল উত্তেজনা। এরপর ৬ মে রাত থেকে সংঘাত বাঁধে দুই দেশে। নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তেও এর প্রভাব পড়ে। তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিকের দিকে ফিরছে। এই আবহে দুই দেশই সীমান্ত থেকে জওয়ান কমাচ্ছে বলে দাবি পাক জেনারেলের।