লোকসভা ভোটে ৪০০ পারের স্লোগান দিয়ে লড়াইতে নেমেছিল বিজেপি। তবে একক সংখ্যাগরিষ্ঠতাও জোটেনি তাদের। আর সেই নির্বাচনে পরে এবার বিধানসভা উপনির্বাচনের 'ক্লাসটেস্টে' ফেল করতে বসেছে বিজেপি। আজ দেশ জুড়ে ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে মাত্র ১টি আসনে এগিয়ে গেরুয়া শিবির।