একটা ডিজিটাল খোলা বাজার। সেখানে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা যা খুশি বিক্রি করতে পারবেন। ১০ টাকার ডিটারজেন্ট থেকে ৫০ হাজারের বিমান টিকিট। লাগবে না কোনও আলাদা ফি। এমনই এক ভাবনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ডিজিটাল খোলা বাজারের ভাবনাকে সফল করতে চাইছেন এক ধনকুবের। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি।
ভারতে ব্যবসায় প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে আমাজন ও ফ্লিপকার্ট। দেশের ৮০% রিটেল মার্কেটই তাদের দখলে। আর তাতেই চিন্তায় দেশের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদাররা। আরও পড়ুন : Realme Narzo 50A Prime : বাজারে নতুন ফোন, জানুন দাম এবং ফিচার্স
যদিও বর্তমানে দেশের মোট রিটেল, খুচরো বাজারের মাত্র ৬%-ই অনলাইন। কিন্তু, ক্ষুদ্র ব্যবসায়ীদের আশঙ্কা, যে হারে আগ্রাসীভাবে ফ্লিপকার্ট, আমাজন এগিয়ে চলেছে, তাতে অদূর ভবিষ্যতে তাঁদের ব্যবসায় পাততাড়ি গোটাতে হবে।
আর সেই আশঙ্কা অমূলকও নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন শপিং ও বৃহত্ চেইনের দোকানের প্রভাবে বন্ধ হয়ে গিয়েছে বহু ছোট থেকে মাঝারি দোকান। আগামিদিনে যে ভারতেও এমন হবে না, তা কে বলতে পারে?
অলাভজনক সিস্টেম
ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, বা ONDC। এর মাধ্যমেই এই আশঙ্কা নির্মূল করার লক্ষ্য ইনফোসিস সহ-প্রতিষ্ঠাতার। এর লক্ষ্য হল ছোট ব্যবসায়ী এবং খুচরো বিক্রেতাদের বিক্রি করার অনুমতি দেওয়া। বড় ই-কমার্সগুলিকে টেক্কা দিয়ে মুনাফা করা। মূলত, সরকার প্রত্যেকের জন্য নিজস্ব ই-কমার্স ইকোসিস্টেম তৈরি করবে। আমাজনের মতো বড় কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার মতো করেই সেই ফ্রেমওয়ার্ক ডিজাইন করা হয়েছে।