1 মিনিটে পড়ুন Updated: 25 Jun 2023, 10:17 AM ISTSoumick Majumdar
আগামী বছর প্রথম মনুষ্যহীন সম্পূর্ণ মিশন করা হবে। সেটি ফাইনাল ট্রায়াল। এগুলি সফল হলে তবেই মানুষ পাঠাবে ভারত। এমনটাই জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ।
ফাইল ছবি: এএনআই
চলতি বছরের অগস্টের শেষে গগনযান সিরিজের প্রথম অ্যাবর্ট মিশন সংঘটিত হবে। এর মাধ্যমে আগামিদিনে মানুষ পাঠানোর আগে কোনও অঘটনের সময়ে বেরিয়ে আসার পদ্ধতির ট্রায়াল দিয়ে দেখে নেওয়া হবে। তারপর আগামী বছর প্রথম মনুষ্যহীন সম্পূর্ণ মিশন করা হবে। সেটি ফাইনাল ট্রায়াল। এগুলি সফল হলে তবেই মানুষ পাঠাবে ভারত। এমনটাই জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ।