By Sritama Mitra
Published 29 Apr, 2025
Hindustan Times
Bangla
অক্ষয় তৃতীয়ায় সোনা ছাড়াও কিনতে পারেন এই ৫ জিনিস
অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু কেনার রীতি রয়েছে, যা সহজে ক্ষয় হয় না। সেই দিক থেকে অনেকেই কিনে থাকেন সোনা।
তবে সোনা ছাড়াও অক্ষয় তৃতীয়ায়লবহু কিছু জিনিস কেনা যায়। কী কী কেনা যায়? রইল হদিশ।
তবে সোনা ছাড়াও অক্ষয় তৃতীয়ায়লবহু কিছু জিনিস কেনা যায়। কী কী কেনা যায়? রইল হদিশ।
সোনা না কিনলেও সমৃদ্ধির প্রতীক হিসাবে কিনতে পারেন রুপো। এই দিনে কিনতে পারেন রুপোর কয়েন, গয়না, বাসন।
অক্ষয় তৃতীয়ায় কিনতে পারেন বাড়ি।এইদিনে দেবী লক্ষ্মীর কৃপার সঙ্গে সঙ্গে কুবের দেব ও নারায়ণ দেবেরও ক-পা পেতে বাড়ি কেনা শুভ।
অক্ষয় তৃতীয়ার দিনে কিনতে পারেন গাড়ি। বহু দিন ধরে গাড়ি কেনার স্বপ্ন থাকলে তার জন্যয শুভ দিন হতে পারে অক্ষয় তৃতীয়া।
মাটির জিনিস ভালো ফসল, আর্থিক নিরাপত্তা, আর্থিক রোজগারের উন্নতির দিকটি বর্ণনা করে। সেদিক থেকে মাটির কলসি কেনা খুবই শুভ এই দিনে।
এই দিনে স্টিলের বাসন কেনা খুবই শুভ। এমনই মত শাস্ত্রজ্ঞদের।
এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।