ফোনের চার্জ একেবারে শেষ। তাই ফোন চার্জে বসিয়ে মিনিট আটেক কোনও কাজ সেরে এলেন। তার মধ্যেই আবার ১০০% চার্জড। বিশ্বাস হচ্ছে না? এমনই অবিশ্বাস্য প্রযুক্তির ঘোষণা করল চিনা সংস্থা Xiaomi । শাওমির নতুন স্মার্টফোনে মাত্র ৮ মিনিটে চার্জ হবে ব্যাটারি।200W HyperCharge Fast Charging: ২০০ ওয়াটের এই ফাস্ট চার্জিংয়ে ৪০০০ mAh ব্যাটারি চার্জ হতে মাত্র ৮ মিনিট সময় লাগবে। স্মার্টফোনের জগতে শাওমিই প্রথম ২০০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি আনল। তবে, এর পাশাপাশি রয়েছে একটি ১২০ ওয়াটের অপশনও। তাতে আরেকটু বেশি সময় লাগবে- ১৫ মিনিট।আর সবচেয়ে মজার বিষয় হল, ২০০ ওয়াটের এই ফাস্ট চার্জিংয়ে মাত্র ৩ মিনিটেই ৫০% চার্জ হয়ে যাবে স্মার্টফোন। অর্থাত্ কোথাও হঠাত্ প্রয়োজন হলে একটু দাঁড়িয়েই অর্ধেক চার্জ দেওয়া হয়ে যাবে ফোনে।যদিও কোন মডেলে এই ফাস্ট চার্জিং লঞ্চ করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। গত মাসেই শাওমির Mi 11 Ultra 67W ফাস্ট চার্জারের বিষয়ে জানা গিয়েছে। Mi 11 Ultra 67W ফাস্ট চার্জারে 0% থেকে 99% চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিটে। এমনটাই জানিয়েছে Xiaomi ।