Magnus EX: বাজারে নতুন ই-স্কুটার, দাম ৭০ হাজারের কম, এক চার্জে ১২১ KM চলবে
1 মিনিটে পড়ুন Updated: 14 Oct 2021, 10:37 PM IST-
স্কুটারটির সিটি ড্রাইভিং স্পিড ৫৩ kmph। থাকছে ১২০০ ওয়াটের মোটর। এতে ১০ সেকেন্ডে ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিড তোলা যাবে।
ম্যাগনাস এক্স-এ দুটি ড্রাইভিং মোড আছে। ইকো মোড এবং পাওয়ার মোড।
ফিচার্সের মধ্যে থাকছে কি-লেস এন্ট্রি, ভিহেকল ফাইন্ডার, অ্যান্টিথেফট অ্যালার্মের মতো সুবিধা।