প্যারিস অলিম্পিক্সে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগটের। পদক জয়ের কাছাকাছি গিয়েও খালি হাতেই ফিরতে হয় তাঁকে। নিশ্চিত ছিল রৌপ্য পদক, আসতে পারত সোনাও। কিন্তু ফাইনালের দিন সকালে ওজন মাপতে গিয়েই হয় বিপত্তি। দেখা যায় নির্ধারিত ওজন ক্যাটাগরির তুলনায় ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে ভিনেশ ফোগটের। এরপরই তাঁকে ফাইনালের আগে ডিসকোয়ালিফাই অর্থাৎ প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালতে তিনি আবেদন জানালেও তাতে লাভ হয়নি, ব্রোঞ্জ পদকও কপালে জোটেনি ফোগট পরিবারের এই সদস্যের।
আরও পড়ুন-বিশ্বকাপ হাতছাড়া হওয়ার ২ বছর পর ফের কাতারে খেলবেন এমবাপে! সুযোগ FIFA ট্রফি জয়ের
এরপরই কুস্তি থেকে অবসর ঘোষণা করেন ভিনেশ, জানিয়ে দেন বৃহত্তর লড়াইয়ে যোগ দেবেন তিনি আগামী দিনে। এরপর যোগ দেন রাজনীতিতে, হরিয়ানার নির্বাচনে লড়বেন কংগ্রেসের টিকিটে। এই আবহেই এবার ভিনেশের অলিম্পিক্স পদক হাতছাড়া হওয়া নিয়ে তোপ দাগলেন আরেক অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত। সরাসরি তিনি বলছেন, দেশবাসির কাছে ভিনেশের ক্ষমা চাওয়া উচিত ছিল প্যারিসে ঘটনার পর।
আরও পড়ুন-পদক আসেনি প্যারিসে! পাখির চোখ এশিয়ান গেমস… অনুশীলন শুরু সিন্ধুর!আসছেন নয়া কোচ…
শুধু ভিনেশকে বাতিল হওয়ার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে বলাই নয়, যেভাবে অলিম্পিক্সে নিজের বাতিল হওয়ার জন্য ষড়যন্ত্রর তত্ত্ব খাড়া করেছিলেন ভিনেশ, তাও না পসন্দ যোগেশ্বরের। তাঁর স্পষ্ট কথা, অলিম্পিক্স তাঁদের নির্দিষ্ট নিয়মেই চলে, আর সেই নিয়ম অনুযায়ী ভিনেশকে বাতিল করা হয়েছিল। এই নিয়ম কোনও একদিনে তৈরি হয়নি, তাহলে এই বিতর্কে প্রধানমন্ত্রীর নামই বা জড়ালো কিভাবে।
গত একবছর ধরেই জাতীয় কুস্তি সংস্থায় যৌন নির্যাতনের ঘটনায় প্রতিবাদের মুখ ছিলেন ভিনেশ ফোগট। তিনি একটানা লড়াই চালিয়ে গেছেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে। যদিও মাঝেমধ্যেই কুস্তিমহলেই উঠে এসেছে রাজনীতির প্রসঙ্গ। উত্তরপ্রদেশ লবির সঙ্গে হরিয়ানা লবির নাম জড়িয়ে দেওয়া হয়েছে এই প্রতিবাদেও। যদিও এক্ষেত্রে হরিয়ানারই কুস্তিগির যোগেশ্বর দত্ত বিরক্তি প্রকাশ করলেন ভিনেশের কাজে।
ভারতকে ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক এনে দেওয়া যোগেশ্বর দত্ত বরাবরই ঠান্ডা প্রকৃতির মানুষ। বিতর্ক থেকে দূরেই থাকেন। তিনিই ভিনেশের সমালোচনা করে বলছেন, ‘সকলেই জানে যদি এক গ্রামও কারোর ওজন বেশি থাকে তাঁকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। ও দেশের মধ্যে ভুল পরিবেশ তৈরি করেছিল। আন্দোলনের সময়ও এমনটাই করেছিল,মানুষকে ভুল ভাবে প্রতিবাদ করতে বলেছিল। আমি যদি শুধু অলিম্পিক্সের কথা বলি, তাহলে বলব ভারতের পদক হাতছাড়া হওয়ার পরেও ও একটা এমন চিত্র তৈরি করতে চেয়েছিল যে ওর সঙ্গে ভুল হয়েছে। কিন্তু আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতাম’।
আরও পড়ুন-‘ওরা আমাদের মেরে ফেলছে’, লেভার কাপ জয়ের পর ATP-র বিরুদ্ধে বোমা ফাটালেন আলকারাজ…
যোগেশ্বর দত্ত আরও বলছেন, ‘ভিনেশের নিজস্ব পছন্দ থাকতেই পারে। তবে গত একবছরে যা যা হয়েছে. সেটা অলিম্পিক্সে ওর বাতিল হওয়া হোক বা যৌন হেনস্থায় প্রতিবাদ। এমনকি যখন নতুন সংসদ ভবনের উদ্বোধন হল, দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা হয়েছে। যেহেতু ভিনেশ অলিম্পিক্স গেমস থেকে নির্দিষ্ট নিয়মের জন্য অযোগ্য প্রমাণিত হয়ে বাতিল হয়েছিল, তাই ওর উচিত ছিল দেশবাসির কাছে ক্ষমা চাওয়া, বলতে পারত যে ভুল হয়ে গেছে। কিন্তু সেটা না করে ও এটাকে ষড়যন্ত্রের তকমা দিল, এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও দোষারোপ করল’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।