
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এ ভাবেও আউট হওয়া যায়! ফিল্ডারের হাতে বল দেখেও গা-ছেড়ে ধীরেসুস্থে ক্রিজে ফিরতে গিয়ে রানআউট হলেন ননস্ট্রাইকার জোনের ব্যাটার। কার্যত মাঠে নেমে উইকেট ছুঁড়ে দিয়ে গেলেন তিনি। তাঁর কাণ্ড দেখে প্রত্যেকেই অবাক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার হেসে গড়াচ্ছেন এমন অবাক করা কাণ্ডে।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-বি-র শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। সেই ম্যাচেই ঘটে এমন অদ্ভূত ঘটনা। তখন ১৯তম ওভারের খেলা চলছে। সেই ওভারে বল করছিলেন ফ্রেয়া ডেভিস। সেই সময়ে পাকিস্তানের হাতের বাইরে ম্যাচ বের হয়ে গিয়েছে। তখন পাকিস্তানের স্কোরবোর্ডে ৯১ রান। লক্ষ্যে ২১৪ রানের। ৭ উইকেট পড়ে গিয়েছে পাকিস্তানের। এই পরিস্থিতিতে ক্রিজে তখন ব্যাট করছেন তুবা হাসান এবং ফতিমা সানা।
আরও পড়ুন: ICC Women’s T20 WC: গত বারের ৪ সেমি ফাইনালিস্ট ফের লড়াইয়ে, জানুন শেষ চারের সূচি
ওভারের চতুর্থ বলেই একটি ছক্কা হাঁকিয়েছিলেন তুবা। পরের বলে তিনি চার মারতে যান। জোরে বল মেরে তুবা অবশ্য দৌড় লাগিয়েছিলেন। দুরন্ত ফিল্ডিং করেন দক্ষিণ আফ্রিকার ক্যাথরিন। তিনি বাউন্ডারি বাঁচিয়ে দেন। এ দিকে ফতিমা সানা ভেবে নিয়েছিলেন, সেটা চার হয়ে গিয়েছে। তাই তিনি দ্বিতীয় রান না নিয়ে দাঁড়িয়ে পড়েন। এ দিকে তুবা দ্বিতীয় রানের জন্য দৌড় লাগান। তবে ফতিমা তাঁকে ফিরে যেতে বলেন। মাঝ রাস্তা থেকে যদি ঠিক ভাবে দৌড়ে ক্রিজে পৌঁছতেন তুবা, তবে রানআউট হতে না, কিন্তু তিনি যে ভাবে গা-ছেড়ে ধীরেসুস্থে দৌড়াচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল, তিনি আউটই হতে চান। এবং রানআউট হয়েই সাজঘরে ফেরেন তুবা।
ধারে এবং ভারে পাকিস্তানের থেকে অনেক এগিয়েই ছিল ইংল্যান্ড। তাই বি-গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের জয় নিয়ে বাজি ধরতে রাজি ছিলেন না কেউই। তবে আশা করা হয়েছিল যে, নিদা দাররা কিছুটা হলেও পাল্টা লড়াই উপহার দেবে। কিন্তু তা না হয়ে, বরং পাকিস্তান পুরোপুরি আত্মসমর্পণ করে বসে ইংল্যান্ডের কাছে।
আরও পড়ুন: ICC T20I Player Rankings-এ বিশাল লাফ বঙ্গ তনয়ার, ক্যারিয়ারের সেরা জায়গায় রেণুকা
মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ড্যানি ওয়াট ও ন্যাট সিভার। উইমেন্স প্রিমিয়র লিগে দল না পাওয়া ওয়াট ৭টি চার ও ২টি ছক্কার সাহায্য়ে ৩৩ বলে ৫৯ রান করেন। ৩ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেওয়া ন্যাট সিভার ৪০ বলে ৮১ রান করে নট-আউট থাকেন। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ৩১ বলে ৪৭ রান করেন অ্যামি জোনস। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। পাকিস্তানের ফতিমা সানা ২টি এবং সাদিয়া ইকবাল, নিদা দার ও তুবা হাসান ১টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৯ রানে আটকে যায়। তুবা হাসান ২৮, ফতিমা সানা ১৬, সিদরা আমিন ১২ ও নিদা দার ১১ রান করেন। ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট ও চার্লি ডিন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন ন্যাট সিভার, সারা গ্লেন ও সোফি একলেস্টোন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।
৳7,777 IPL 2025 Sports Bonus